ভয়েস অব আমেরিকার বিশেষ প্রতিবেদন

বদলে যাচ্ছে কৃষিকাজ

আন্তর্জাতিক বানিজ্য বাড়ার কারনে যুক্তরাষ্ট্রের বহু পারিবারিক কৃষি খামার সমস্যায় পড়েছে। তারা আষশা করছেন ট্রাম্প প্রশাসন তাদের সাহায্য করবে। উইসকনসিনের গালসভিলের অবস্থা দেখা যাক।

প্রতিলিপি:

আমি ২০ বছর ধরে এই কাজ করছি।

খারাপ না। আমি মনে করে এই দুর্বল বাজার পরিস্থিতিতে সকলকে আর্থিক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। তবে মোটের ওপর খারাপ চলছে না।

মানুষ সবকিছু নিশ্চিত করে বলতে পারে না। তবে বুঝতে হবে আমরা একটি ভিন্ন সময়ে রয়েছি। আমি মাঝে মধ্যে বিস্মিত হই আমাদের পন্যের প্রসার দেখে।

মানুষ সব সময় পরিবর্তন পছন্দ করেনা; কিন্তু পরিবর্তনের মোকাবেলাতো করতেই হয়।

অনেকেই মনে করেন হিস্প্যানিকরা যুক্তরাষ্ট্রের চাকরী দখল করে নিচ্ছে। আমাদের দেশের মানুষের এসব চাকরী হওয়া দরকার। কিন্তু আমাদের নাগরিকেরা যদি ঐসব কাজ করতে না চায়, কেউ না কেউ তো সেগুলো করবে। আমি বলতে চাচ্ছি কাজটা সারতে হবে।

আমি মনে করি দেশটার এখন সঠিক দিকে এগুনো উচিৎ। তবে জানি না সেই সঠিক দিকটা কি?

—নীল বার্কেন, কৃষক

গালসভিল, উইসকনসিন