ভয়েস অব আমেরিকার বিশেষ প্রতিবেদন

শক্তিশালি আমেরিকা

যুক্তরাষ্ট্রের সেনা শক্তি বাড়ানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তাঁর সমর্থকেরা এতে সমর্থন দিচ্ছেন। সমালোচকরা বলছেন প্রতিরক্ষা ব্যায় বাড়ানোর ফলে সামাজিক খাতের ব্যায় কমে যাবে। ইলিনয়ের এ্যানাওয়ানের মানুষেরা ট্রাম্পের কাজে খুশী।

প্রতিলিপি:

আমরা প্রতি ভোরে উঠে ঘোড়াগুলোর যত্ন নেই। এর মানে এই না যে ঘরে বসে থাকবেন, কিছুই করবেন না। এতে আপনি তারুণ্য ধরে রাখতে পারেন।

আমাদের সেনাবিহনীকে আরো শক্তিশালী করতে হবে। আমাদের নেতৃত্ব প্রকাশ করতে হবে। আমরা শক্তিশালি না হলে অন্যেরা এর সুযোগ গ্রহণ করবে।

আমি বলছি না যে আমরা যুদ্ধে জড়িয়ে পড়বো। কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করা দরকার। আর এজন্য দরকার শক্তিশালি সেনাবাহিনী। আর দুর্বল হয়ে পড়লে, প্রতিরক্ষা দুর্বল হলে, এর মূল্য আপনাকেই দিতে হবে।

রেগ্যান এসে সেনাবাহিনী গঠণ করেছিলেন। আর সেনাবাহিনী শক্তিশালী হলে মনোবল বাড়ে। দেখুন রাশিয়া কি করেছে। তারা এখন শক্তিশালি।

আমরা বিদেশে প্রচুর অর্থ খরচ করছি। যুদ্ধ খাতে লক্ষ কোটি ডলার ব্যায় করছি। অথচ পাচ্ছিটা কি? বিশ্বের বিভিন্ন দেশে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। বিনিময়ে আমরা কি কিছু পাচ্ছি? কিছুই পাচ্ছি না। ফলে এই খাতে অর্থ খরচ করার দরকার নেই। যারা সংঘাতে লিপ্ত তাদেরকে সরাসরি বলুন যথেষ্ট হয়েছে।

 

—বিল ক্রোয়েগার্ট, অবসরপ্রাপ্ত কারখানা শ্রমিক

এ্যানাওয়ান, ইলিনয়