ভয়েস অব আমেরিকার বিশেষ প্রতিবেদন

ধর্মের দুর্বলতা

সংবিধান অনুযায়ি চার্চ এবং রাজ্যের মধ্যে পৃথকীকরণের প্রয়াস চলেছে। একে খ্রিষ্টান মূল্যবোধের ওপর আক্রমন হিসাবে ধরা হয়। ধর্মীয় নীতিমালার বৈষম্য ধরা হয়। ইলিনয়ের খ্রীষ্টান অধ্যুষিত কাউন্টি জো ডেভাইস এর মানুষেরা মনে করেন ধর্মের ওপর সেই হামলা চলছেই।

প্রতিলিপি:

সপ্তাহে অন্তত একবার আমি গীর্জায় যাই। আমার স্বামী এবং আমি, আমরা আমাদের সন্তানদেরকে এই গীর্জায় বড় করেছি।

এই দেশের বেশিরভাগ মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী আর এটা নিশ্চিত, অল্প সংখ্যক যারা তা করেন না, তারা তাদের মতামতকে চাপিয়ে দিতে পারেন না অন্য সকলের ওপর এবং সবাইকে বলে বেড়াতে পারেন না কোনটি সঠিক কোনটি বেঠিক। তা ঠিক নয়।

ম্যারি ক্রিসমাসের মতো কিছু বলার অনুমতি আপনার নেই, কারন আপনি আপনার মূল্যবোধকে নষ্ট করছেন; এ কেমন কথা? না আমি তেমন নই। আমি এমন কিছু কামনা করছি যা উষ্ণ এবং আমার মন থেকেই করছি।

আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করি। গত আট বছর আমরা অনুভব করেছি যে যুক্তরাষ্ট্রে ধর্মকে আক্রমণ করা হচ্ছে। উদাহরণস্বরূপ নতুন স্বাস্থ্যসেবা আইন অনুসারে ধর্ম বিশ্বাসের ওপর চাপ দিয়ে কোনো কিছু করানো, যা তারা বিশ্বাস করে না, সেটি তার মূল বিশ্বাসের পরিপন্থী। সেটি ঠিক নয়। উচিৎ নয়। আপনি কারো ধর্ম বিশ্বাসের ওপর জোর খাটাতে পারেন না।

আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল জুদেও-খ্রীষ্টান মূল্যবোধ ও আদর্শের ওপর। আমরা তা খুইয়ে দিতে চাই না। আপনি যখন দেখবেন আমেরিকা ধর্মবিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে এবং স্বাধীনতা থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্যে আমাদের পূর্ব পুরুষেরা আজীবন কষ্ট করে গেছেন এবং এই এখানে এসেছেন, তখনই আপনি বুঝবেন দেশটি ঠিকমত চলছে না। এই দেশের জন্যে সেই অবস্থা সঠিক নয়।

—ভিকি মিডেনডর্ফ, সেবিকা

মেনোমাইনি, ইলিনয়